• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo
যৌন হেনস্তার অভিযোগে নৃত্যশিল্পী গ্রেপ্তার
আলোচিত ‘স্ত্রী টু’ সিনেমার নৃত্যশিল্পী জনি মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের গোয়ার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে সাইবার স্পেশাল অপারেশন টিম। ইন্ডিয়া টুডে জানিয়েছে, যৌন হেনস্তার অভিযোগে বুধবার (১৮ সেপ্টেম্বর) জনি মাস্টারের বিরুদ্ধে মামলা দায়ের করে তার এক নারী সহকারী। ২১ বছর বয়সী এ নারীর মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী জনি মাস্টারকে। খুব দ্রুত তাকে হায়দরাবাদ কোর্টে তোলা হবে। মামলার এজাহারে বলা হয়েছে, জনি মাস্টারের সহকারী হিসেবে কাজ করতেন ভুক্তভোগী। গত ৬ বছর ধরে ওই নারীকে যৌন হেনস্তা করে আসছেন নৃত্যশিল্পী জনি মাস্টার। কখনো আউটডোর শুটিংয়ে, কখনো ওই নারীর বাড়িতে যৌন হেনস্তা করেন কোরিওগ্রাফার জনি। এ বিষয়ে ৪০ পৃষ্ঠার হাতে লেখা অভিযোগ দিয়েছেন ওই নারী। ‘স্ত্রী ২’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘আজ কি রাত’ ও ‘আয়ি নেহি’র নাচের কোরিওগ্রাফি করেন শেখ জানি বাসা। এ গানে পারফর্ম করেন তামান্না ভাটিয়া। শেখ জনি সিনেমা জগতে ‘জানি মাস্টার’ নামে পরিচিত।   তেলেগু সিনেমার এ কোরিগ্রাফারের বলিউডে বেশ কিছু জনপ্রিয় কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’, ‘লাল পিলি আঁখিয়া’। সম্প্রতি ‘স্ত্রী টু’ সিনেমার গানের কোরিওগ্রাফি করে বেশ আলোচিত হয়েছেন। আরটিভি / এএ 
৮ ঘণ্টা আগে

যে কারণে জনি ওয়াক্টরকে গুলি করে হত্যা
গুলি করে হত্যা করা হয়েছে হলিউড অভিনেতা জনি ওয়াক্টরকে। গত ২৫ মে ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডাউনটাউনে এ ঘটনা ঘটে। মৃত্যুর সময় অভিনেতার বয়স হয়েছিল ৩৭।  জনি ওয়াক্টরের মৃত্যুর খবরটি যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমে নিশ্চিত করে অভিনেতার মা স্কারলেট ওয়াক্টর। তিনি বলেন, জনি ও তার সহকর্মীর দেখতে পায় তিনজন ব্যক্তি গাড়ি থেকে কনভার্টার চুরির চেষ্টা করছে।  জনি ওয়াক্টরের আরও বলেন, জনি এগিয়ে গিয়ে বাঁধা দেয় তাদের। যদিও ওই তিন ব্যক্তির সঙ্গে লড়তে তাকে নিষেধ করেছিলাম আমি। কিন্তু ঘটনাস্থল ত্যাগ করার আগে চোরদের একজন জনিকে গুলি করে দেয়।   লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র জাডের শ্যাভেস বলেন, ভোর ৩টা ২৫ মিনিটে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। পিকো বুলেভার্ডের রাস্তায় একটি গাড়ি থেকে যন্ত্রাংশ চুরির চেষ্টা করছিল তিন চোর। এসময় জনির সঙ্গে চোরদের হাতাহাতি হলে তাকে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অভিনেতাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এখনও ওই তিন ব্যক্তির কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে জনির মা স্কারলেটের বিশ্বাস— শিগগিরই ধরা পড়বেন তার ছেলের খুনিরা।  সূত্র: টিএমজেড
২৭ মে ২০২৪, ১৪:৪৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়